সৌম্য বসু
মরণাপন্ন শরনাপণ্ন ডাক্তারে
সে ব্যাটা বলে আর আশা নেই
এবার শুধু ডাক তারে
ডাকব যাকে তার চেম্বার
হাসপাতালের মাঝখানে
সামনে রাখা প্রনামী বাক্সে
সর্বসময় লাখ খানেক
তাকে যদি ডাকি দেবে কি সারিয়ে?
শুনেছি সে নাকি সদাই দু হাত বাড়িয়ে?
আবদার শুনে এক চোখ বুঝে,
আধা চোখ খুলে
স্বেত পাথরের বালিশ থেকে
মাথাটাকে তুলে
বলে রেগে গিয়ে
হাসপাতালেও আমাকে খোঁচাবি?
এবার কি তবে আমাকেই দিয়ে
তোর পেশেন্টের ইয়েটা মোছাবি?
সাহস করে বলে ফেলি তবু
অনেক আশা নিয়ে এসেছি যে প্রভু
সব দিও দেব যা রেখেছি জমিয়ে
অসুখটাকে যদি দিতে পারো এট্টু কমিয়ে
এইটুকু শুনে বলে
অনেক আশ্বাস দিয়ে
"আহারে সোনা চিন্তা করেনা,
এখানে বিল না মিটিয়ে, সব না বিকিয়ে
কোনও মরাও তো মরেনা"।
#সৌম্যBose
No comments:
Post a Comment