Friday, August 1, 2014


পশ্চিমে

সৌম্য বসু

দোকলা ঘরের দখিন বাতাস ছোট্ট ঘেরাটোপ্
খানিক দেখা আকাশ আর বৃষ্টি ভেজা রোদ
বাক্সটাকে বোকা বল্লেও, ওই বাঁচিয়ে রাখে আশা
পরবাসে, ভালো বাসে, ভালোবাসার ভাষা
দিনের শেষে, দোকলা ঘরে, একটু এক্কা দোক্কা
চটজলদি মৎস ডিম্ব, কিংবা বেগুন ছক্কা
সবুজ পাহাড় কাছেই আছে, একটু দুরের পথ
দোক্কা তখন তিক্কা যে হয়, দ্বীচক্র যান রথ
প্রিয় দলেরা, প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুর দল্
সঙ্গে যে নেই, তবু দোকলা ঘরের মোবাইল ফোনে, ওদের চলাচল্
কাছের লোকের দুর ভাষ্য​​, দুরের থেকে ভাসে
কাছে না থাকার ঢোঁক গেলাতেই, আরও কাছে আসে
এ পশ্চিমে ভালই আছি, তবু আছি ও পশ্চিমের খোঁজে
ওই পশ্চিমেই যে সুর্য ওঠে, এই পশ্চিমে ডোবে!

Poschime

Soumya Bose

Dokhla ghorer dokhin batash, chotto gheratop
khonik dekha akaash ar brishti bheja rod
bakshotake boka bolleo, oi bnachiye rakhey asha
porobashe, bhalo bashey, bhalobashar bhasha
Diner seshe, dokhla ghore, ektu ekka dokka
chotjoldi motso dimbo kingba begun chokka
sobuj pahar kachei ache, ekhtu durer poth
dokka tokhon tikka je hoy, dwichokro jan roth
priyo dolera, priyo bondhura, priyo bondhur dol
songey nei, tobu dokhla ghorer mobile phone, oder cholachol
Kacher loker dur bhashyo, durer theke bhasey
kachey na thakar dhnok gelatei, aro kache ashe
e poshchime bhaloi achi tobu achi o poschimer khoje
oi poschimei je surjo othey, ei poschime dobe!

No comments: