Tuesday, October 28, 2014

Hau Mao Khau

Soumya Bose

মানুষ তোমার গ্রাম কে নেমেছি, নাকি নামিয়েছি? যাক গে যাক, এখন আব পুলিশ... খেলবনা...না,না আব পুলিশ নাহি আয়েগা...ঠিক আছে তাহলে খেলা শুরু হোক্...গোল গোল গোল্!!! তিন গোল হযে গেছে, যা শালা, কারা দিল?তিনোমুল বোধহয়, তবে যে ওরা বলল ভাজপা? ধুর্! ভাঁজ পায়ে খেলা যায় নাকি? পাগল না ছি পি এম্? ভাল করে খেল্, বেসটো পিলিযার কে কেষটো বাবু পেরাইজ দেবে...কি আছে রে পেরাইজে? হেব্বি দামি পেরাইজ্, দিদির আঁকা ছবি!কিন্তু কারা যেন কাঁদছে.. হ্যাঁ, স্পষট হাউহাউ কান্না...দুর পাগলা, ওরা দর্শক্...মাওমাও করে উত্সাহ দিচ্ছে...মাও মাও কেন? মা, মাটি, ও মানুষ...মাটি কেড়ে নিযেছে, মানুষ নেই...তাই শুধু মা-ও!! যাক গে চল খেলি, না হলে আবার মাঠে শিল্প মেলা শুরু হয়ে যাবে!!!